নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Other

নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মো. আসাদুজ্জামান এক বছর ধরে নরসিংদী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।


ধর্মের নাম নিয়ে অধর্ম কাজ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

সমস্যা হলো কে কার বউ নিয়ে গেল তাই তো?

প্রথম বউয়ের অনুমতি ছাড়া গোপনে বিয়ে করা কি বেআইনি নয়!

মামুনুলের ঘটনা প্রমাণ করে হেফাজতের নেতৃত্ব কতটা নষ্ট ও ভন্ড: তথ্যমন্ত্রী


news24bd.tv / কামরুল