জর্ডানের ষড়যন্ত্রের ঘটনায় ইসরাইলের হাত থাকার আশঙ্কা ইরানের

জর্ডানের ষড়যন্ত্রের ঘটনায় ইসরাইলের হাত থাকার আশঙ্কা ইরানের

অনলাইন ডেস্ক

জর্ডানে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে ইসরাইল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) এ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, জর্ডানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে তেহরান। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা গোটা পশ্চিম এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, পশ্চিম এশিয়ায় যেকোনো ধরণের উত্তেজনা ও অস্থিতিশীলতা দখলদার ইসরাইলের স্বার্থের জন্য অনুকূল। এ কারণে মুসলিম দেশগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার পেছনে ইসরাইলের হাত থাকে। খোঁজ নিলে ইসরাইলের ষড়যন্ত্রের খোঁজ মেলে।


আরও পড়ুনঃ


সোমবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

এই সংস্কৃতিটা মামুনুল হকরা নিজে তৈরি করেছে

সৌদি যুবরাজের খেজুর খাওয়ার মতো গরীব বাংলাদেশে নেই

দল বেঁধে রিসোর্টে তাকে ঘেরাও করাকে কোনোভাবেই উৎসাহ দেয়া যায় না


জর্ডানে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিত্বকে আটক করা হয়েছে।

news24bd.tv / নকিব