বইমেলা চালু রাখার সিদ্ধান্তটা খুবই শ্রমিকবান্ধব হয়েছে

কনক চাঁপা

বইমেলা চালু রাখার সিদ্ধান্তটা খুবই শ্রমিকবান্ধব হয়েছে

Other

এবারের লকডাউনের মধ্যে বইমেলা খোলার রাখার সিদ্ধান্তকে বেশিরভাগ মানুষই চূড়ান্ত আহাম্মক মার্কা সিদ্ধান্ত মনে করলেও আমি ব্যাপারটা ইতিবাচকভাবে দেখছি।  

এই লকডাউনে যেহেতু শিল্প-কলকারখানা খোলা থাকবে তাই শুধু সেখানে কর্মরত শ্রমিকদের কথা ভেবেই হয়তো মেলা কর্তৃপক্ষ মেলা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।  

আমাদের অধিকাংশ শ্রমিক ভাইবোনেরা বইমেলাতে যাওয়ার সুযোগ পায় না, এখন তারা আরামসে কিছু সময়ের জন্য মেলা থেকে ঘুরে আসতে পারবেন।


 দেশে আরও ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৩ জনের মৃত্যু

ওই নারী মামুনুল হকের স্ত্রী নন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এই দুর্বলতা কেন, কিসের সমস্যা?: হেফাজত প্রসঙ্গে ইনু


 

আবার গণপরিবহন যেহেতু বন্ধতাই শিল্পকারখানার শ্রমিকদের কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে তাই সেই ব্যবস্থাপনায়ই মেলায়ও আনা-নেওয়া করা যাবে।

বইমেলা চালু রাখার সিদ্ধান্তটা খুবই শ্রমিকবান্ধব হয়েছে। আপনারা কি মনে করেন?

কনক চাঁপা, সংগীত শিল্পী

news24bd.tv নাজিম