টঙ্গীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি

টঙ্গীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি

Other

টঙ্গীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি করছেন টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা।

রোববার সকাল ৯টা থেকে এ অন্দোলন শুরু হয়। এ সময় টঙ্গী সাব-রেজিস্ট্রারের প্রায় তিন শত দলিল লেখক একত্রিত হয়ে কলম বিরতি কার্যক্রম শুরু করেন।

জানা যায়, গত কয়েকমাস ধরে দলিল লেখকদের সাথে দলিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উগ্র আচরণ শুরু করেন টঙ্গী সাব-রেজিস্ট্রার।

দলিল করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রারের সাথে আর্থিক চুক্তিপত্র না করলে তিনি দলিলে স্বাক্ষর করতে রাজি হন না। দলিল লেখকরা চুক্তিপত্রের জন্য রাজি না হলে দলিল লেখককে গালিগালাজ করে থাকেন তিনি।

এসময় এ কলম বিরতি আন্দোলনে উপস্থিত ছিলেন, টঙ্গী দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান স্বপন, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমুখ।

news24bd.tv তৌহিদ