বছরে মোট আয়ের ২০ শতাংশই চলে যায় তামাকে

নিজস্ব প্রতিবেদক

তামাক ব্যবহারের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার বেশি মানুষের মৃত্যু ঘটছে। এছাড়া তামাক বিক্রি করে যে রাজস্ব আসে; তামাক ব্যবহারে আর্থিক ক্ষতি তার চেয়ে অন্তত ৩৪ শতাংশ বেশি।

শনিবার উন্নয়ন সমন্বয় আয়োজিত তামাক সেবন কমাতে করারোপ ও বাজেট ভাবনা বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।  

গবেষণায় বলা হয়, মানুষের কষ্টার্জিত আয়ের উল্লেখযোগ্য অংশ চলে যাচ্ছে তামাকের পেছনে।

এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয় গরিব মানুষের। বছরে মোট আয়ের ২০ শতাংশই চলে যায় তামাক পণ্যের জন্য।  


দেশে আরও ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৩ জনের মৃত্যু

ওই নারী মামুনুল হকের স্ত্রী নন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এই দুর্বলতা কেন, কিসের সমস্যা?: হেফাজত প্রসঙ্গে ইনু


বাংলাদেশের পরিবারগুলো সব মিলিয়ে তামাকের পেছনে গড়ে ব্যয় করে ৯ হাজার ৯০০ কোটি টাকা। যা মোট জিডিপির দশমিক ৩৫ শতাংশ।

এ অবস্থায় আসছে বাজেটে তামাকজাত পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করতে বাড়তি কর আরোপের প্রস্তাব দেন বক্তারা।

news24bd.tv নাজিম