টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

Other

৭ দিন লকডাউনের জন্য মানুষ যে হারে কেনাকাটা করছে তাতে মনে হয় সাতজনম অভুক্ত ছিলাম আমরা! টাকা আছে বলেই সব কিছু কিনে ফেলতে হবে! পণ্যের দাম কেবল বিক্রেতার কারণে বাড়ে না, এভাবে এক সাথে যখন ধনী ব্যক্তিরা অনেক কেনাকাটা করেন, তার কারণেও পণ্যের দাম বেড়ে যায় এবং এর বোঝা বহন করে দরিদ্র মানুষ! তাদের তো আর অত টাকা নাই যে দুই মাসের চাল, ডাল, তেল, লবণ সব একত্রে কিনবেন! সরকার তো বলেছে যে জরুরি সকল সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা অব্যাহত থাকবে। তাহলে এই অশোভন আচরণ কেন?


দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

বাগেরহাটে কওমী মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে আহত ছাত্র হাসপাতালে

সৌদি যুবরাজের খেজুর খাওয়ার মতো গরীব বাংলাদেশে নেই

শেরপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে প্রাণ গেল কিশোরের


এমনিতেই দিন এনে দিন খাওয়া মানুষ বিপাকে পড়েছে, অন্যদিকে যদি আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় তাহলে নিম্ন মধ্যবিত্ত পরিবারও অসুবিধায় পড়বে।

তখন শুধু ব্যবসায়ীদের দোষ দিলে চলবে না, এই মূল্যবৃদ্ধিতে আমাদের অতি চাহিদার ভূমিকা কিন্তু আছে। জিনিসপত্রের দাম বাড়ালে আমরা দোকানদারকে ‘মজুদদার’ বলে গালি দেই, ঘরে ঘরে যারা অহেতুক সেই মজুদ গড়ে তুলছেন তাদেরকে যদি এই একই ‘উপাধি’ দেওয়া হয়, তবে কি খুব ভুল হবে?

নাজনীন আহমেদ: অর্থনীতিবিদ

news24bd.tv তৌহিদ