বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে যুবক নিহত

Other

ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত হওয়ার একদিন পরেই বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে নয়টার দিকে কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বিশু মিয়া (৩২) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।

বিশু সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী, সে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেছেন।

তিনি কলেজের পাশে একটি ছাত্রাবাসে থাকতেন।


দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

বাগেরহাটে কওমী মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে আহত ছাত্র হাসপাতালে

সৌদি যুবরাজের খেজুর খাওয়ার মতো গরীব বাংলাদেশে নেই

শেরপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে প্রাণ গেল কিশোরের


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা, ডিবি ওসি আব্দুর রাজ্জাক সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের বোন জাহানারা জানান, বিশু শহরের একটি ছাত্রাবাসে থাকতেন।

চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রোববার বাড়ি থেকে বগুড়ায় আসেন। রাত ৮ টায় সর্বশেষ বোনের সাথে তার কথা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনের রাস্তায় ছুরিকাঘাতে বিশু নিহত হন। রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বুকে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।  

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত হন। আহত এসআই রবিউল ইসলাম (৩০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

news24bd.tv তৌহিদ