সমাবেশের ঘোষণা দিয়েও আসেননি মাওলানা মামুনুল

Other

একের পর ফাঁস হচ্ছে হেফাজত নেতা মামুনুল হকের ফোনালাপ। এতে শনিবার রিসোর্টে যে নারীকের নিয়ে অবরুদ্ধ হন, সে কথোপকথোনও ফাঁস হচ্ছে। রোববার প্রতিবাদ সমাবেশ ডাকে তার দল। রাজধানীর ডিআরইউতে সমাবেশের ঘোষণা দিয়েও সেখানে আসেননি মামুনুল।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মামুনুল হকের ঘটনা তদন্ত হচ্ছে।

একের পর এক ফাঁস হচ্ছে শনিবার নারায়ণগঞ্জের এক রিপোর্টে অবরুদ্ধ হওয়া হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও তার কথিত স্ত্রীর ফোনালাপ।

ওই কথোপকথনেও সেই নারী ঘটনার সময় দুই রকম নাম বলায় তা নিয়ে তাদের কথা হয়। তারা যে রিপোর্টে উঠেছিলেন সেখানে ওই নারীর নাম লেখা, আমেনা নাঈবা।

অথচ, তাকে প্রশ্ন কলা হলে, তিনি বলেছিলেন তার নাম, জান্নাত ঝর্ণা। মামুনুল ও ওই নারীর বিভিন্ন সময় ফোনালাপ নিয়ে তৈরি হয়েছে ধোয়াসা।  

শনিবারের ঘটনায় মওলানা মামুনুল হক নিজের, ভেরিফাইড ফেসবুক পেইজে, রাজধানীর ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ ডেকে নিজেই আসেননি। তবে, সমাবেশের কিছু সময় আগে, ফেসবুক পেইজে লাইভে এসে, নিজের বক্তব্য জানান তিনি।
তার দলের নেতারা মামুনুল আসবেন বললেও, দুইজন বক্তব্য দিয়ে শেষ করতে চান, সমাবেশ।


বিজিএমইএ নির্বাচন: সভাপতি হচ্ছেন ফারুক হাসান

সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু

ছেলে আব্দুর রহমানের সঙ্গে ‘মামুনুলের দ্বিতীয় স্ত্রী’র ফোনালাপ ফাঁস

মামুনুল হকের সঙ্গে থাকা নারীর নাম ঝর্ণা, বাড়ি ফরিদপুরে


এ সময় সাংবাদিকরা প্রশ্ন শুরু করলে কোনো সঠিক উত্তর দিতে না পেরে, দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

এদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার তদন্ত হচ্ছে।  

আর হেফাজতের আমির-মহাসচিবসহ ৫৪ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

news24bd.tv / কামরুল