কালো ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনার টিপস

কালো ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনার টিপস

অনলাইন ডেস্ক

নানা কারণে আমাদের ঠোঁট কালচে হয়ে যেতে পারে। রোদে দীর্ঘ সময় থাকা, ধূমপান করা, সস্তা লিপস্টিক বব্যহার ইত্যাদি কারণে ঠোঁটে কালচেভাব দেখা দিতে পারে। তবে চিন্তার কারণ নেই খুব সহজেই কালো ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন।  

আসুন টিপসগুলো জেনে নেই:

১. লাগাতে পারেন শসার রস।

২. প্রতিদিন রাতে নারকেল তেল ম্যাসাজ করুন।

৩. প্রাকৃতিক ব্লিচিং উপাদান সমৃদ্ধ লেবু ঘষুন ঠোঁটে।

৪. রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল লাগান ঠোঁটে।

৫. বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট।


মাওলানা মামুনুল হক ও হেফাজতকে নিয়ে ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাস

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

দুই রমণীই মামুনুলকে প্রভু মানে

বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!


 

৬. মোটা দানার চিনির সঙ্গে মাখন মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন।

৭. অ্যালোভেরা জেল ঠোঁটে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৮. আধা চা চামচ মধুর সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন দুইবার।

৯. আধা চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে প্রতিদিন ঘষুন ঠোঁটে।

news24bd.tv নাজিম