লকডাউনে বন্ধ স্টার সিনেপ্লেক্স, খোলা অন্য সিনেমা হল

লকডাউনে বন্ধ স্টার সিনেপ্লেক্স, খোলা অন্য সিনেমা হল

অনলাইন ডেস্ক

করোনার প্রকোপ ঠেকাতে দেশব্যাপী যে লকডাউন ঘোষণা করা হয়েছে এ সময়ে স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক মেইল বার্তায় জানায়, লকডাউনের সময়ে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সাময়িক বন্ধ রাখার জন্য দর্শকদের কাছে দুঃখপ্রকাশও করেছে স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ।


মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

লকডাউন কি বাড়বে?

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

করোনা টেস্টের ফল পেতে কেন ৬ দিন লাগবে?


দর্শকদের উদ্দেশে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হব, আপনাদের পদচারণায় মুখরিত হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ। ’

এদিকে লকডাউনে স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকলেও অন্য সিনেমা হল খোলা রয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানায়, সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সিনেমা হল খোলা রাখা হয়েছে।

news24bd.tv তৌহিদ