গরীব মারার লকডাউন মানি না: ইসলামপুরের ব্যবসায়ীরা

গরীব মারার লকডাউন মানি না: ইসলামপুরের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

করোনার ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ ভোর ৬টা থেকে সারাদেশে চলছে লকডাউন। চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এই লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা।  

আজ সকাল সাড়ে ১১টার দিকে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান।

এসময় তারা 'গরীব মারার লকডাউন আমরা মানি না', মানবো না' বলে শ্লোগান দেন।  

ব্যবসায়ীরা বলেন,  আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন।

গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। গরীব মারার এ লকডাউন আমরা মানি না। মানবো না।  


মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

দুই রমণীই মামুনুলকে প্রভু মানে

বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!

লকডাউন কি বাড়বে?


বিক্ষোভে অংশ নেয়া ব্যবসায়ী আরও বলেন, সামনেই রোজার ঈদ। ব্যবসার ভরা মৌসুম। এসময় লকডাউন গরীবের জন্য জুলুম। তাই ঈদ উপলক্ষে লকডাউন তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

news24bd.tv নাজিম