হেফাজত ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে সরকার: ফখরুল
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা, ২৭জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১০
আশিকুর রহমান শ্রাবণ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে এখন পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ১০ জন। নদীর পাড়ে স্বজনদের খোঁজে অসংখ্য মানুষ। আর মৃতদের স্বজনদের আহাজারিতে শীতলক্ষ্যার পাড়ে হৃদয় বিদারক দৃশ্য।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায়, রোববার সন্ধ্যায় সাবিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।
স্বজনদের খোঁজে নদীর পারে জড়োর হন হাজারো মানুষ। এরপর শুরু হয়, উদ্ধার অভিযান। রোববার ডুবুরিরা ৫টি মরদেহ উদ্ধার করে। অভিযানে দ্বিতীয় দিনে ১৮ ঘণ্টা পরে ডুবে যাওয়াল লঞ্চটিকে তীরে আনা হয়। এরপর নৌপুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা লঞ্চটির ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে আনেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা
দুই রমণীই মামুনুলকে প্রভু মানে
বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!
নদী তীরে স্বজনদের অপেক্ষা আর তাদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয় শীতলক্ষ্যার পাড়ে। এসময় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ ও উদ্ধার তৎপরতা নিয়ে গণমাধ্যমকে তথ্য দেন।
ডুবে যাওয়া, লঞ্চে অর্ধ শতাধিক যাত্রী ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। কর্তৃপক্ষ জানায়, নৌ-রুট নিরাপদ করতে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য