ঘাতক জাহাজকে ধরতে যাওয়া স্পীড বোটকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়

ঘাতক জাহাজকে ধরতে যাওয়া স্পীড বোটকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়

অনলাইন ডেস্ক

শীতলক্ষ্যায় ‘সাবিত আল হাসান’কে আঘাত করা কার্গো জাহাজটিকে এখনও পর্যন্ত আটক করা যায়নি বলে জানা গেছে।  

নৌ-পুলিশ জানায়, দুর্ঘটনার পর জাহাজটি ধরতে পিছু নেয় একটি স্পিড বোট। কিন্তু মেঘনা নদীতে পৌঁছার পর কোস্টার থেকে অনবরত পাথর ছুঁড়ে মারা হয়। আর এ কারণেই ঘাতক কোস্টারকে আটক করা যায়নি।


দুই রমণীই মামুনুলকে প্রভু মানে: তসলিমা নাসরীন

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

লকডাউন কি বাড়বে?

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

করোনা টেস্টের ফল পেতে কেন ৬ দিন লাগবে?


ঘটনার দিনের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেছন থেকে এসে ঘাতক পাথরবাহী একটি কোষ্টার যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে ধাক্কা দেয়।  

সেদিনের ঘটনার ব্যাপারে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন ইনচার্জ কবির হোসেন খান বলেন, দুর্ঘটনার পর কোষ্টারটি শীতলক্ষ্যা থেকে ধলেশ্বরী হয়ে মেঘনার দিকে পালিয়ে যায়। তবে ব্রিজের কাজে থাকা একটি স্পীড বোট কোষ্টারটির পিছু নেয়। ধাওয়া করে মেঘনা নদীতে যাওয়ার পর কোষ্টার থেকে স্পীড বোটটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।

এতে ভীত হয়ে স্পিড বোটটি পিছু হটে।

তিনি বলেন, ‘কোস্টার থেকে স্পিড বোটকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এর ফলে ব্যাক করে চলে আসি। পরে আর ওই কোস্টারটির হদিস পাওয়া যায়নি। ’

news24bd.tv তৌহিদ