বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্লোরিডায় রাসায়নিক বর্জ্যের রিজার্ভারে ছিদ্র, জরুরি অবস্থা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বেতে রাসায়নিক বর্জ্যের একটি রিজার্ভারে ছিদ্র হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরইমধ্যে অন্তত ৩০০ বাড়ির বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সড়ক।
কর্মকর্তারা জানান, ৭৭ একরের ওই রিজার্ভরে ধরে রাখা হয় নাইট্রোজেন ও ফসফরাস মেশানো লাখো গ্যালন পানি। রিজার্ভারটিতে একটি পুরোনো ফসফেট প্লান্টের রাসায়নিক বর্জ্য মেশানো পানি গিয়ে পড়ে।
মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা
দুই রমণীই মামুনুলকে প্রভু মানে
বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!
ছিদ্র হওয়া জায়গাটিতে রেডিওএক্টিভ বর্জ্য ফসফোগিপসাম জমা আছে। প্রাকৃতিকভাবে স্বল্প পরিমানে রেডিয়াম এবং ইউরেনিয়ামও রয়েছে রিজার্ভারের পানিতে। এছাড়াও বর্জ্য থেকে নির্গত হয় রেডন গ্যাস।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য