ইন্দোনেশিয়ায় টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক

ইন্দোনেশিয়ায় টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। সোমবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেস থেকে পূর্ব তৈমুর এলাকায় একাধিক বাঁধ উপচে টানা বৃষ্টিতে বন্যার পানি ছড়িয়ে পড়লে কয়েক হাজার বাড়িঘর নিমজ্জিত হয়।

বিবিসি জানায়, ইন্দোনেশিয়াতেই ৮০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা।


আরও পড়ুনঃ


এই সংস্কৃতিটা মামুনুল হকরা নিজে তৈরি করেছে

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

দুবাইয়ে নগ্ন ছবি তোলার দায়ে একদল রাশিয়ান যুবতী আটক


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র রাদিত্য জাতি জানান, কাদা ও চরম প্রতিকূল আবহাওয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ধ্বংসস্তুপের পাহাড় অনুসন্ধান ও তল্লাশি অভিযান বাধাগ্রস্ত করছে।

এমন দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।

news24bd.tv / নকিব