তুরস্কে প্রেসিডেন্টের সমালোচনা, ১০ অবঃ অ্যাডমিরাল গ্রেফতার

তুরস্কে প্রেসিডেন্টের সমালোচনা, ১০ অবঃ অ্যাডমিরাল গ্রেফতার

অনলাইন ডেস্ক

সম্প্রতি সুয়েজ খালের মতো ইস্তাম্বুলে একটি খাল খননের উচ্চাভিলাসী প্রকল্পের অনুমোদন দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এটি আইন এবং আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে, যৌথ বিবৃতি দেন দেশটির নৌবাহিনীর অবসরপ্রাপ্ত একশ’ অ্যাডমির‌াল।

কোন নিয়ম-নীতি না মেনেই সরকারের সমালোচনা করে বিবৃতি দেয়ায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ১০ অ্যাডমির‌ালকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ বিবৃতি অভ্যুত্থানচেষ্টা কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্ক কর্তৃপক্ষ।


আরও পড়ুনঃ


এই সংস্কৃতিটা মামুনুল হকরা নিজে তৈরি করেছে

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

দুবাইয়ে নগ্ন ছবি তোলার দায়ে একদল রাশিয়ান যুবতী আটক


এছাড়া আরো চার অ্যাডমির‌ালকে আটকের সিদ্ধান্ত নেয়া হলেও বয়স বিবেচনায় তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি সরকার।

news24bd.tv / নকিব