ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর: অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার, ভাঙচুরে ব্যবহৃত শাবল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর: অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার, ভাঙচুরে ব্যবহৃত শাবল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় মো. আরমান আলিফ (২২) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গতকাল রাত ৯টার দিকে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. আরমান আলিফ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে।

আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

এসময় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।


মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

দুই রমণীই মামুনুলকে প্রভু মানে

বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!

লকডাউন কি বাড়বে?


 

লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেওয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

ভিডিও ফুটেজ ও ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

 

news24bd.tv নাজিম