মিয়ানমারে সেনা অভ্যুথানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

অনলাইন ডেস্ক

মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুথানের বিরুদ্ধে বিক্ষোভ। এরইমধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় ১০টি সশস্ত্র বিদ্রোহী সংগঠন।

সোমবার হাজারো বিক্ষোভকারী মিয়ানমারের বড় বড় শহরগুলোর সড়কগুলোতে নেমে আন্দোলন করে। উত্তর ও দক্ষিণের আরো কয়েকটি শহরেও হয়েছে বিক্ষোভ।

  

এর আগে রোববার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন প্রতিবাদের প্রতীক হিসেবে "ইস্টার এগ" কে বেছে নিয়েছিলেন দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা।   


মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

দুই রমণীই মামুনুলকে প্রভু মানে

বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস!

লকডাউন কি বাড়বে?


জান্তা সরকার বিরোধী প্রচারণা করার অভিযোগে মিয়ানমারের ৪০ জন তারকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

news24bd.tv নাজিম