ফেইসবুকে মামুনুল সমর্থকদের ‘গালির ঝড়’

ফেইসবুকে মামুনুল সমর্থকদের ‘গালির ঝড়’

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিলাসবহুল রয়েল রিসোর্টে এক নারীসহ ‘ধরা পড়েন’ হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক।

পরে সেখান থেকে তাকে ছিনিয়ে নেয় হেফাজতের কর্মীরা। গত তিনদিন ধরেই এ ইস্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে।

এ নিয়ে ব্যাপকহারে নিউজও প্রচার করছে সংবাদমাধ্যমগুলো।

অনলাইনে করা নিউজগুলো মুহূর্তেই ভাইরাল হচ্ছে। আর মামুনুল অনুসারীদের রোষের কবলে পড়েছে অনলাইন মিডিয়াগুলো। যার প্রমাণ পাওয়া যায় প্রতিটি মিডিয়ার ফেসবুক পেইজে।

মামুনুলের স্বরূপ উন্মোচিত হওয়া নিউজগুলোর কমেন্টবক্সে গালির ঝড় তুলেছেন তার সমর্থকেরা।


মামুনুলের মনে একটা কামভাব ঢুকে গেছিলো

দুই রমণীই মামুনুলকে প্রভু মানে: তসলিমা নাসরীন

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

লকডাউন কি বাড়বে?

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

করোনা টেস্টের ফল পেতে কেন ৬ দিন লাগবে?


নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশ কয়েকজন সোশ্যাল সাইট ব্যবহারকারী বলেন, মামুনুল সমর্থকদের গালাগালিতে ফেসবুক দূষিত হয়ে উঠেছে। তাদের জন্য ভদ্রলোকেরা কোনো নিউজ পোর্টালের কমেন্ট বক্সে মন্তব্যও করতে পারেন না। তখন একসঙ্গে হামলে পড়ে মামুনুল সমর্থকেরা। প্রতি মন্তব্যকারীর ব্যক্তিজীবন তারা বিষিয়ে তোলে। এমনকী অনেক সময় কারও মন্তব্য পছন্দ না হলে ভার্চুয়াল দুনিয়া ছেড়ে মন্তব্যকারীর বাড়িঘরে হামলা করে হেফাজত সমর্থকেরা। যে কারণে অনেক সোশ্যাল সাইট ব্যবহারকারী পাবলিক পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

সোশ্যাল সাইটে মামুনুল অনুসারীদের প্রধান টার্গেট মিডিয়াগুলো। সাংবাদিকরা কেন মামুনুলের স্বরূপ উন্মোচন করছে- এটা তাদের প্রশ্ন। এছাড়া কোনো মুসলিমও যদি মামুনুল বা হেফাজতের সমালোচনা করছেন, তার ওপর হামলে পড়ছে মামুনুলের সমর্থকেরা। তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এছাড়া সরকারবিরোধী হাজারো বক্তব্য ঘুরছে সোশ্যাল সাইটে।

news24bd.tv তৌহিদ