লেখক মুশতাকের মৃত্যুর ৩৯ দিনের মাথায় বাবার মৃত্যু

লেখক মুশতাকের মৃত্যুর ৩৯ দিনের মাথায় বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রয়াত লেখক মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক (৮৯) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   কারাগারে মৃত্যু হওয়া ছেলে লেখক মুশতাকের মৃত্যুর ৩৯ দিনের মাথায় তিনি মারা গেলেন।

আবদুর রাজ্জাক স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের পরিচালক ছিলেন।

মুশতাক আহমেদের স্ত্রী লিপা আক্তার জানান, তার শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার মৃত্যু হয়।


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

স্মরণকালের সবচেয়ে বেশি ওজনের শিশুর জন্ম


 

 
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়।

news24bd.tv/আলী