ডেম্বেলে ম্যাজিকে শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা

ডেম্বেলে ম্যাজিকে শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা

অনলাইন ডেস্ক

খেলা প্রায় শেষ। কিন্তু জয় না ড্র। এই যখন বার্সা সমর্থকদের অবস্থা তখনই স্বস্তি এনো দিলো বার্সা শিবিরে ওসমান ডেম্বেলে। শেষ মুহূর্তের ফ্রেঞ্চ ম্যাজিকে জিতে গেলো বার্সেলোনা।

ওসমান ডেম্বেলের একমাত্র গোলে রিয়াল ভায়াদোলিদকে হারালো ১-০ বার্সা।   এ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কাতালান ক্লাবটি। স্প্যানিশ লা লিগায় এটি টানা ছয় ম্যাচে জয় বার্সেলোনার। তাতে কমল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান।
 

ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। ম্যাচের আগে মেসির হাতে তুলে দেয়া বিশেষ স্মারকটাই এদিন বুস্টআপ কোম্যান বাহিনীর জন্য।  

সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হলেও, ভায়াদোলিদকে নিয়ে দুশ্চিন্তা ছিলোনা বার্সা শিবিরে। কারণটা হয়তো, ইনজুরিমুক্ত পরিপূর্ণ স্কোয়াডের হাতছানি। মেসি গ্রিজম্যানকে দু পাশে রেখে ফরোয়ার্ড লাইনে নাম্বার নাইনের দায়িত্ব পান ওসমান ডেম্বেলে। কোম্যানের কৌশলে ৩-৪-২-১ এ আলবা-পেদ্রিরা।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট। প্রথম ১০ মিনিটে দারুণ দুটি আক্রমণ করে ভাইয়াদলিদ। নবম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা; তবে বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড কেনান কদ্রোর হেড বাধা পায় ক্রসবারে।

প্রথমার্ধের বাকি সময়েও প্রতি-আক্রমণে কয়েকবার ভীতি ছড়ায় পয়েন্ট তালিকার নিচের সারির দলটি। রক্ষণেও দারুণ জমাট ছিল ভাইয়াদলিদ।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসিরা। এসময় লক্ষ্যে তিনটি শট নেয় তারা, তবে এর কোনোটিই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বেশ গোছালো ফুটবল খেলেতে শুরু করে বার্সেলোনা। ৫৯ মিনিটে মেসির পাস ধরে ডি-বক্সে ঢুকে উসমান দেম্বেলের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান মাসিপ। ফিরতি বলে গ্রিজমানের ডাইভিং হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১তম মিনিটে বার্সেলোনার ডি-বক্সে জর্দি আলবার হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে ভাইয়াদলিদের খেলোয়াড়রা। তবে রেফারির সাড়া মেলেনি।

৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় ভাইয়াদলিদ। একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি। গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ।   ম্যাচ তখন শেষ হবে হবে, ঘড়ির কাঁটায় ৯০ মিনিট। এ অবস্থায় শেষবারের মতো আক্রমণে উঠে বার্সেলোনা। ত্রাতা হয়ে সামনে আসেন সেই ডেম্বেলে। জালে বল জড়ায় ভায়াদোলিদের। আনন্দে ফেটে পড়ে বার্সা শিবির। স্বস্তির জয়ে শেষ হয় দুর্দান্ত এক ম্যাচ।

২৯ রাউন্ড শেষে দিয়েগো সিমেওনের দল ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুইয়ে ফেরা বার্সেলোনার পয়েন্ট ৬৫। তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। আগামী শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সেলোনা।

news24bd.tv/আলী