সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সততা মানবিকতা এগুলিই আসল সম্পদ
শরিফুল হাসান
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অটোরিকশা চালক বিল্লাল হোসেন। তাঁর দুই ছেলেই এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজে, আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। আমি মনে করি বাবা হিসেবে বিল্লাল দারুণ সফল মানুষ। নিজের শত সংগ্রামের পরেও সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ বানানোর চেষ্টা করেছেন।
বিল্লাল হোসেনের নিজের বক্তব্য শুনুন। অর্থাভাবে উচ্চমাধ্যমিকের পর নিজে আর লেখাপড়া করতে পারেননি। জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা চালান। কিন্তু ছেলেমেয়েদের প্রত্যেককে লেখাপড়া শেখাচ্ছেন। তিনি চান তাঁর দুই ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক।
আমার বাবা শৈশব কৈশোরে একটা কথা সবসময় বলতেন। তিনি আমাদের শেখাতেন, এই যে বাড়ি, গাড়ি, সম্পদ যেগুলো দেখা যায় সেগুলো আসলে সম্পদ না। কিন্তু যেগুলো দেখা যায় না শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, সততা মানবিকতা এগুলিই আসল সম্পদ। এজন্যই দরকার লেখাপড়া।
ছোটবেলায় শেখা এই কথাগুলোর অর্থ আমি এখন বুঝি। আসলে চারপাশের এত এত ফ্ল্যাট গাড়ি বাড়িসহ অনেক অনেক সম্পদ যেগুলো দেখা যায়, সেগুলো আসলে সম্পদ না। বরং শিক্ষা, সততা, বিনয়, মানবিকতা যেগুলো দেখা যায় না, সেগুলোই আসল সম্পদ।
আমি মনে করি সিএনজি চালক বিল্লাল তার ছেলেদেরও সেই সম্পদের সন্ধান দেয়ার চেষ্টা করেছেন। কাজেই এক অর্থে তাঁর জীবন মোটামুটি সফল। এখন তাঁর সন্তানেরা এই ধারাবাহিকতা বজায় রাখলেই হয়।
আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সততা, শিক্ষা, বিনয় মানবিকতা এসবের সন্ধান করা উচিত। এগুলোর চর্চা করা উচিত। যেসব সম্পদ দেখা যায় সেগুলো কোনটাই টিকে থাকবে না কিন্তু কী জীবনে কী মৃত্যুর পর অদেখা এসব সম্পদই টিকে থাকবে। ওপরওয়ালা আমাদের সবাইকে বোধসম্পন্ন মানুষ হওয়ার সুযোগ দিন।
সবাইকে শুভ সকাল। শুভ সকাল বাংলাদেশ।
(ফেসবুক থেকে নেওয়া)
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য