নিজের জ্ঞান নিজের পকেটে রাখেন : সোহানা সাবা

নিজের জ্ঞান নিজের পকেটে রাখেন : সোহানা সাবা

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ী’ থেকে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। কিন্তু এসব খবর চাপিয়ে নেটিজেনদের মধ্যে আলোচিত হচ্ছে সাবার একটি ফেসবুক পোষ্ট। কারণ লকডাউন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সাবা। আর এতেই চলছে কমেন্ট চালাচালি নেটিজেনদের মধ্যে! লকডাউন নিয়ে সমালোচনাকারিদের একহাত দিতেও ছাড়েননি সাহসি এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে  সাবা লিখেন, 
লকডাউন শুরু হতে না হতেই শুরু হয় মানুষের ব্যাক্তি স্বাধীনতায় আগ বাড়িয়ে মাতব্বরি করা।  
যেমন -
ফেসবুকে কেউ লাইভ করলেই সেটা নিয়ে কটাক্ষ করবে(২দিন পরে অবশ্য নিজেরাই শুরু করবে করা)

খাবারের ছবি পোস্ট করলে - বলবে কতজন খেতে পারছে না আর আপনি খাবার ছবি পোস্ট করছেন(নিজেরাই আবার ২দিন পর ছবি পোস্ট করবে)

ফ্যামিলি মেম্বাররা মিলে ছবি পোস্ট করলে বলবে - মাস্ক কই? (এসইব তারা নিজেরা বাথরুমে গেলেও মাস্ক পড়ে যায়)
কাজ করতে গেলে বলবে - কাজ করছো,মানুষ মরছে দেখছো না? বাসায় থাকো (অথচ বাসায় বাজার না থাকলে কেউ এসে বাজার করে দিবে না)
সাহায্য চাইলে বলবে - কাজ করো না কেন( হাত ধুতে বললে বলবে -এসেছে জ্ঞান দিতে সেলিব্রেটি)
জ্ঞান না দিলে বলবে - কিসের সেলিব্রেটি তুমি? তোমার সমাজের প্রতি কোনো দায়িত্ব নাই।


ধর্মের নাম নিয়ে অধর্ম কাজ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

সমস্যা হলো কে কার বউ নিয়ে গেল তাই তো?

প্রথম বউয়ের অনুমতি ছাড়া গোপনে বিয়ে করা কি বেআইনি নয়!

মামুনুলের ঘটনা প্রমাণ করে হেফাজতের নেতৃত্ব কতটা নষ্ট ও ভন্ড: তথ্যমন্ত্রী


আরো অনেক লম্বা লিস্ট।

যাইহোক, সবকথার শেষ কথা, আপনি/আপনারা অনেক জ্ঞানি, নিজের জ্ঞান নিজের পকেটে রাখেন, সবাইকে নিজের মতো বাঁচতে দেন।

ছোটবেলা থেকেই অভিনয় করেন সোহানা সাবা। শুরুতে নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও দর্শকের কাছে বেশি পরিচিত পেয়েছেন চলচ্চিত্রে অভিনয় করে। আয়না চলচ্চিত্র দিয়েই তার যাত্রা শুরু হয়। তারপর খেলাঘর, চন্দ্রগ্রহন, বৃহন্নলা, প্রিয়তমেশুর পাশাপাশি কলকাতার ষড়রিপু নামে একটি ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।  

news24bd.tv/আলী