প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে আর আমরা আরো বেপরোয়া হচ্ছি

প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে আর আমরা আরো বেপরোয়া হচ্ছি

Other

প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আর আমরা আরো বেপরোয়া হচ্ছি লকডাউন দেশের অর্থনীতি আর নিজের মানিব্যাগের স্বাস্থ্যের জন্য খারাপ। আমরা সবাই বুঝি।  

মাস্ক না পরা নিজের স্বাস্হ্য আর নিজের এবং পরিবারের জীবনের জন্য খারাপ। এটাও অনেকে বুঝে।

 

বুঝে না বুঝেও আমরা মাস্ক পরি না। পুলিশ দিয়ে বাড়ি দিয়েও মাস্ক পরানো যায় না। আর আমরা আশা করবো সরকার লকডাউন দিবে না!!! 

সরকারও তো আমার আপনার ভাই বন্ধু আত্মীয় প্রতিবেশী দিতেই তৈরি।  

আমরা যেমন সরকারও তেমন।

 

আমরা মাস্ক পরবো না, সরকারও লকডাউন বন্ধ করবে না।  

আমরা বান্দরবন-রাঙ্গামাটি-কক্সবাজার-সিলেট ঘুরা বন্ধ করবো না, হাসপাতালে সিট পাওয়ার ব্যাবস্থাও হবে না।  

আমরা বিয়ে-জন্মদিন- ব্রেক আপ পার্টি- কুলখানির আয়োজন বন্ধ করবো না, অক্সিজেনের জন্য হাহাকারও বন্ধ হবে না।  

নিজের পরিবারের বয়ষ্ক মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছার উপরে একটু কাবু করবো না, একটা করোনা রোগী মধ্যবিত্ত একটা পরিবারের অর্থনৈতিক মেরুদন্ড ভেঁঙ্গ দিবে।  

প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আর আমরা আরো বেপরোয়া হচ্ছি।  

আল্লাহ আমাদের সহায় হোন।

রুবাইয়াত সাইমুম চৌধুরী: সহকারি অধ্যাপক, বাংলাদেশ ইউনির্ভাসিটি, ঢাকা।

news24bd.tv/আলী