ঢাবির মেডিকেল সেন্টার শহীদ ডা. মোহাম্মদ মোর্তজার নামে করার আহ্বান ১১ নাগরিকের

ঢাবির মেডিকেল সেন্টার শহীদ ডা. মোহাম্মদ মোর্তজার নামে করার আহ্বান ১১ নাগরিকের

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে নির্মিতব্য বিভিন্ন স্থাপনা একাত্তরের শহীদ অধ্যাপক ও কর্মকর্তাদের নামে করার আহ্বান জানিয়েছেন দেশের ১১ বিশিষ্ট নাগরিক।

বিশেষ করে নির্মিতব্য মেডিকেল সেন্টারটি শহীদ ডাক্তার মোহাম্মদ মোর্তজার নামাঙ্কিত করে মহিমান্বিত করার দাবি জানিয়েছেন তারা।


মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে ঝরল আরও ৫২ প্রাণ

দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল করোনা

দেশে ফের করোনা শনাক্তের রেকর্ড


আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য মেডিকেল সেন্টার অর্থ দেওয়ার বিনিময়ে দেশের একজন ব্যবসায়ীর নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে প্রতিবাদ উত্থাপিত হলে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তারপরও উপাচার্য ড. আখতারুজ্জামানের দপ্তর থেকে প্রশাসনিক অনুমোদন জানিয়ে ওই ব্যবসায়ীকে সম্মতিপত্র দেওয়া হয়েছে।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও বিষয়টির প্রতি সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে নাগরিকেরা সিন্ডিকেট সভায় এর যথাযোগ্য নিষ্পত্তি কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন- আবদুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, শামসুজ্জামান খান, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম, নাসির উদ্দীন ইউসুফ, আবেদ খান।

news24bd.tv তৌহিদ