মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধি অনেকে মানছেন, অনেকে মানছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, হাসপাতালে সিট নেই, অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে এ কয়েকটা দিন সরকারে নির্দেশনা মানবেন।

কোভিড সংক্রমণ প্রতিরোধে জনগণের সহযোগিতা চান তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় কোর কমিটির জরুরি বৈঠক হয়।

পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনশৃংখলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য প্রয়োজনে জেলা ভিত্তিক ব্যবস্থাপনাও করার আভাস দেন তিনি।

বিভিন্ন নাশকতার ব্যাপারে তিনি বলেন, বিনা কারণে হামলা করা হয়েছে, ভুমি অফিস পুড়িয়ে ফেলা হয়েছে । তাই নাশকতা করলেই ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছে।

হেফাজত নেতা মামুনুল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আইন অনুযায়ী বিচার হবে। মামুনুল অপরাধ করে থাকলে আদালত বিচার করবে।

বিস্তারিত আসছে...