এবার সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
তার এই বদলীকে ‘রুটিন মোতাবেক’ বলে দাবি করে মঙ্গলবার দুপুরে তিনি বলেন, কোনো কারণে নয়, রুটিন মোতাবেক তাকে গত ৫ এপ্রিল রাতে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।
মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল করোনা
দেশে ফের করোনা শনাক্তের রেকর্ড
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ে একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী-সমর্থকেরা।
ওই সময় ঘটনাস্থলে গিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন।
ওই রাতেই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
news24bd.tv তৌহিদ