ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চা

অনলাইন ডেস্ক

চা পান করে অনেকেই দিন শুরু করেন। সকালে ঘুমের আমেজ কাটাতে এবং এনার্জি বৃদ্ধির জন্য অনেকেই চা পান করে থাকেন। তবে চা কেবল ক্লান্তি দূর করে না, পাশাপাশি এটি আমাদের ত্বককেও উজ্জ্বল করতে সহায়তা করে।

আজ আপনাদের এমন কয়েকটি চায়ের কথা জানাব, যা আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।

গ্রিন টি

গ্রিন টি পান করলে শরীরে ফ্যাট জমে না। এটি মুখের ত্বক উজ্জ্বল করে। তাই সৌন্দর্য বাড়ানোর জন্য এই চা দিয়ে দিন শুরু করুন।

ব্ল্যাক টি

দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভাল নয়।

বরং গ্লোয়িং ত্বক পেতে ব্ল্যাক টি দিয়ে দিন শুরু করুন। ব্ল্যাক টি পান করলে হজম ঠিক থাকে, পাশাপাশি শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এক কাপ জল, আধা চামচ চা পাতা, লেবুর রস নিন। জল গরম করে, এতে চা পাতা দিন। এই চায়ে চিনি ব্যবহার করবেন না। জল ফুটতে শুরু করলে, এটি ছেঁকে তাতে লেবুর রস মিশিয়ে নিন।


আরও পড়ুনঃ


তিন পুরুষাঙ্গ নিয়ে শিশুর জন্ম!

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি


পুদিনা পাতার চা

পুদিনা পাতার চা পান করলে ত্বক ফ্রেশ থাকে। স্ট্রেস কমাতে এবং গ্লোয়িং ত্বকের জন্য আপনি পুদিনা পাতার চা পান করতে পারেন। কয়েকটা পুদিনা পাতা, আধা চা চামচ গোলমরিচ, আধা চা চামচ বিটনুন, দুই কাপ জল নিন। অল্প আঁচে জল গরম করুন। এতে পুদিনা পাতা, গোলমরিচ এবং বিট লবণ দিন। কিছুক্ষণ ফোটান। তারপরে এটি ছেঁকে পান করতে পারেন।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক