সিরিয়া থেকে গম চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

সিরিয়া থেকে গম চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

সিরিয়া থেকে শত শত টন নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন ধরে হাসাকা প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনারা বিশাল বিশাল ট্রাকে করে গম নিয়ে যাচ্ছে। এসব গমভর্তি ট্রাক অবৈধভাবে স্থাপিত ‘আল ওয়ালিদ’ ক্রসিং পয়েন্ট দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সরকারি সূত্র।

সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে।

সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।


আরও পড়ুনঃ


তিন পুরুষাঙ্গ নিয়ে শিশুর জন্ম!

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি


গতকাল সোমবারও হাসাকা প্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে বহু টন গম নিয়ে গেছে মার্কিন বাহিনী। এই গম চুরিতে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা সহযোগিতা করছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে পাশ্চাত্যের মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়।

বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে।

news24bd.tv / নকিব