টাকা শোধ না করায় আটকে গেছে ইসরায়েলের টিকার চালান

টাকা শোধ না করায় আটকে গেছে ইসরায়েলের টিকার চালান

অনলাইন ডেস্ক

টাকা পরিশোধ না করায় ইসরাইলের টিকার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার।

ফাইজারের কাছ থেকে নেয়া করোনাভাইরাসের প্রথম ১ কোটি ডোজ টিকার মূল্য পরিশোধ করলেও পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে এই তথ্য জানা যায়।

টিকা দেয়ায় বিশ্বে প্রথমস্থানে আছে ইসরাইল।

দেশটির মোট জনসংখ্যার (৯৩ লাখ) অর্ধেকেরও বেশি লোককে ইতিমধ্যেই করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।


আরও পড়ুনঃ


তিন পুরুষাঙ্গ নিয়ে শিশুর জন্ম!

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি


তবে নিজেদের সব নাগরিককে টিকা দিলেও দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীর, জেরুজালেম ও গাজায় করোনার ভ্যাকসিন দিতে বাধা দিচ্ছে ইসরাইল।

news24bd.tv / নকিব