অব্যাহতির চিঠি পেয়ে ফেসবুকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালের স্ট্যাটাস

মারুফ কামাল খান সোহেল

অব্যাহতির চিঠি পেয়ে ফেসবুকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে গতকাল তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আজ তার কাছে পৌঁছেছে।  

আজ রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি।

তার স্ট্যাটাসটি নিউজ টোয়েন্টিফোর বিডি ডট টিভি-র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

‘নিউজে জেনেছিলাম।

এখন সরাসরি চিঠিখানা পেয়েছি। সিদ্ধান্তের কারণও খুব সুস্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে। দায়িত্বপালনের একটি অধ্যায়ের অবসান লগ্নে অনেক ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।  

সকলের সঙ্গে শেয়ার করলাম কেবলই নিশ্চিতকরণের জন্য।

আগেই নিউজ শেয়ার করায় অনেক মন্তব্য পেয়েছি। আমি খুব কৃতজ্ঞ একজন সামান্য মানুষ হিসেবে। এ বিষয়ে এখানে কেউ আর কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত না করলেই আমি আনন্দিত হবো। ’

news24bd.tv

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০১৮ সাল থেকে মারুফ কামাল চেয়াপারসনের মিডিয়া কার্যক্রমে নিষ্ক্রিয়। আসেননি গুলশানের চেয়ারপারসনের অফিসেও। গত শনিবার (৩ এপ্রিল) স্থায়ী কমিটির বৈঠকে তাকে অব্যাহতির দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ‌


মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে ঝরল আরও ৫২ প্রাণ

দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল করোনা

দেশে ফের করোনা শনাক্তের রেকর্ড


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

news24bd.tv নাজিম