ট্রয় নগরী দেখিনি র‌য়েল রি‌সোর্ট দে‌খে দু‌ধের স্বাদ ঘো‌লে মেটাব

ট্রয় নগরী দেখিনি র‌য়েল রি‌সোর্ট দে‌খে দু‌ধের স্বাদ ঘো‌লে মেটাব

Other

আমি একবার তুরস্ক সফ‌রে গি‌য়ে‌ছিলাম। ট্রয় নগরীটা দে‌খে আসার খুব ইচ্ছা ছিল । হে‌লেন না‌মের পৃ‌থিবীর সেরা সুন্দরী‌কে নি‌য়ে যু‌দ্ধে ধ্বংস হ‌য়ে যায় ট্রয়। ঐ‌তিহা‌সিক নগরী দেখার ইচ্ছা অপূর্ণ থে‌কে যায়।

সফরসূ‌চি‌তে ইস্তাম্বু‌লের বাই‌রে যাওয়ার কোনও সু‌যোগ ছিল না। তাই মি‌থের শহর দেখা হ‌লো না। ট্রয় নগরী তুর‌স্কের আনা‌তো‌লিয়া রা‌জ্যে অব‌স্থিত।

ইউ‌নে‌স্কো প্রাচীন ট্রয়‌কে বিশ্ব ঐ‌তিহ্য ঘোষণা ক‌রে‌ছে।

অ‌নেক মানুষ হে‌লে‌ন‌কে ঘি‌রে প্রে‌মের লড়াই‌য়ে ধ্বংসযজ্ঞ দেখ‌তে ট্রয় যান।
‌হে‌লে‌নের ট্রয় নগরীর কথা বি‌শেষভা‌বে ফু‌টে ও‌ঠে মহাক‌বি হোমা‌রের দুই মহাকাব্য ‌‘ই‌লিয়াড’ ও ‘ও‌ডি‌সি’ তে যা গ্রিক মি‌থের অবলম্ব‌নে র‌চিত। কা‌হিনীটা খুব রোমাঞ্চকর। ফুটফু‌টে কন্যা হে‌লে‌নের জ‌ন্মের পর পরই রাজ জ্যো‌তি‌ষী ব‌লে‌ছিল, মে‌য়েটা পৃ‌থিবী‌তে আলোড়ন সৃ‌ষ্টি কর‌বে। জ্যো‌তি‌ষীর কথা অক্ষ‌রে অক্ষ‌রে ফ‌লে গেল। হে‌লেন হ‌য়ে ও‌ঠেন পৃ‌থিবীর সব‌চে‌য়ে সেরা সুন্দরী। দু‌নিয়া তার রূ‌পের প্রশংসায় পঞ্চমুখ। গ্রি‌সের স্পার্টা রা‌জ্যের রাজা মে‌নেলা‌সের স‌ঙ্গে হে‌লে‌নের বি‌য়ে হয়। রাজা-রানী স্পার্টার রাজপ্রাসা‌দে সু‌খে শা‌ন্তি‌তে বাস কর‌ছি‌লেন।

ওই সম‌য়ে গ্রিক দেবী এ‌রিস অপর তিন দেবীর কা‌ছে উপহার হিসে‌বে একটা আ‌পেল পাঠান। তিন দেবী হ‌লেন- এ‌থেনা, হেরা, আ‌ফ্রো‌দি‌তি। এ‌রিস আ‌পে‌লের ওপর লে‌খেন ‘শ্রেষ্ঠ সুন্দরীর জন্য’ ।

এভা‌বে তিন দেবীর ম‌ধ্যে ঝগড়ার সৃ‌ষ্টি ক‌রেন । দেব‌-‌দেবীরা শ্রেষ্ঠ সুন্দরী বে‌ছে নি‌তে অপারগতা প্রকাশ কর‌লে তিন দেবী পৃ‌থিবী‌তে এ‌সে প্যা‌রিস না‌মের এক মানুষ‌কে শ্রেষ্ঠ সুন্দরী বে‌ছে দেবার দা‌য়িত্ব দেন। প্যা‌রিস হ‌লেন ট্রয় নগরীর রাজা প্রিয়াম ও রানী হেকবার পুত্র । প্যা‌রিস দেবী‌দের ম‌ধ্যে আফ্রো‌দি‌তি‌কে শ্রেষ্ঠ সুন্দরী ব‌লে ঘোষণা ক‌রেন । আ‌ফ্রো‌দি‌তি খু‌শি হ‌য়ে প্যা‌রিস‌কে বিরাট সক্ষমতা দান ক‌রেন যার ফ‌লে প্যা‌রিস পৃ‌থিবীর শ্রেষ্ঠ সুন্দরী‌র স‌ঙ্গে প্রেম কর‌তে সক্ষম হন । ওই সুন্দরী আর কেউ নন; স্পার্টার রাজা মে‌নেলা‌সের স্ত্রী হে‌লেন । প্যা‌রি‌সের প্রে‌মে হাবুডুব খে‌তে থা‌কেন হে‌লেন । প্রে‌মের এক পর্যা‌য়ে হে‌লেন স্পার্টার রাজপ্রাসাদ ছে‌ড়ে ট্র‌য়ের রাজপুত্র প্যা‌রি‌সের স‌ঙ্গে পা‌লি‌য়ে যান। ট্রয়ের রাজপ্রাসা‌দে ও‌ঠেন।


মামুনুল হক সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে ঝরল আরও ৫২ প্রাণ

দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল করোনা

দেশে ফের করোনা শনাক্তের রেকর্ড


ক্রো‌ধের আগুন জ্ব‌লে ও‌ঠে স্পার্টার রাজা মে‌নেলা‌সের ম‌নে। স্পার্টার পা‌শের রাজ্য মাই‌সি‌নের রাজা ছি‌লেন মোনা‌লে‌সের ভাই আগা‌মেনন। তার স‌ঙ্গে বিষয়টা নি‌য়ে আলাপ ক‌রেন । তারা হে‌লেন‌কে ছি‌নি‌য়ে আন‌তে যু‌দ্ধের সিদ্ধান্ত নেন । হাজার হাজার যোদ্ধা নি‌য়ে সাগর পা‌ড়ি দি‌য়ে ট্রয় নগরী ঘি‌রে ফে‌লেন । ট্র‌য়ের মানুষ কিছু‌তেই হে‌লেন‌কে দি‌তে রা‌জি হয়‌নি। তুমুল যুদ্ধ হয় । দশ বছর চ‌লে যুদ্ধ। কেউ জয়ী হয়‌নি। শেষ পর্যন্ত ট্রোজান হর্স না‌মের একটা বিশাল কা‌ঠের ঘোড়া রে‌খে ‌দেয় স্পার্টার বা‌হিনী। ট্র‌য়ের বা‌সিন্দারা ম‌নে ক‌রেন মে‌নেলাস পরাজয় মে‌নে নি‌য়ে‌ছেন। উপহার হিসেবে দি‌য়ে‌ছেন কা‌ঠের ঘোড়া। তারা কা‌ঠের ঘোড়া ট্রয় নগরীরর মা‌ঝে রে‌খে দেন। তারপর ট্র‌য়ের বা‌সিন্দারা ঘুমা‌তে গে‌লে ট্রোজান হ‌র্সের ভেতর থে‌কে সৈন্যরা বে‌রি‌য়ে ট্র‌য়ের প্রায় সব মানুষ‌কে হত্যা ক‌রে। ধ্বংস ক‌রে ট্রয় নগরী।

ঐ‌তিহা‌সিক নগরী দেখার প্র‌তি আমার আগ্রহ র‌য়ে‌ছে । আমরা ক‌য়েকজন সাংবা‌দিক মি‌লে একবার ঢাকার কা‌ছে সোনারগাঁ‌য়ে ঐ‌তিহা‌সিক পানাম নগরী দেখ‌তে গি‌য়ে‌ছিলাম। এক হাজার বছ‌রের পুর‌নো সি‌টি । আমার খুব ভালো লাগল। পুর‌নো ঐ‌তিহ্য সংরক্ষ‌ণে বাংলা‌দেশ এ‌ক্ষে‌ত্রে স‌চেষ্ট হ‌য়ে‌ছে ।  

পানাম নগরী দেখার পর আমরা সোনারগাঁ‌য়ের লোক ও কারু‌শিল্প জাদুঘর দেখলাম ।   সেখা‌নে দেখার অ‌নেক কিছু আ‌ছে । ভ্রমণপিপাসু মানুষ ঢাকার কা‌ছে ই‌তিহাস, ঐ‌তিহ্য জানার জন্য সোনারগাঁও‌কে বে‌ছে নি‌য়ে থা‌কেন। এটা একটা প্রাচীন রাজধানী । ‌ঢাকাই মস‌লি‌নের সূ‌তিকাগার । সূক্ষ স্বচ্ছ যে কাপ‌ড়ে বিশ্বব্যা‌পি রমনী‌দের দেহ‌সৌষ্ঠব প্রদর্শ‌নের জন্য আদৃত তার নাম মস‌লিন ।

আমরা বার‌দি গি‌য়ে উপমহা‌দে‌শের বাম আ‌ন্দোল‌নের প্রবাদ পুরুষ জ্যো‌তিবসুর বা‌ড়ি ঘু‌রে দেখলাম । লোকনাথ ব্রক্ষচা‌রির আশ্র‌মে গেলাম । লিচু বাগা‌নে গি‌য়ে পেট ভ‌রে খাবার পর বা‌ড়ির জন্য কিনলাম । সারা‌দিন ঘোরাঘু‌রির পর রা‌তে একটা রাজকীয় রি‌সো‌র্টে থাকলাম । র‌য়েল রি‌সোর্ট । মা‌লিক খুব সৌ‌খিন । রি‌সোর্ট নয় যেন প্রাচীন রাজপ্রাসাদ । বিলাস বহুল । আরাম আ‌য়ে‌শের উত্তম স্থান।  

সম্প্র‌তি এক‌টি প্রে‌মের ঘটনার উত্তা‌পে ওই রি‌সোর্ট ধ্বংসয‌জ্ঞে প‌রিণত হ‌য়ে‌ছে । আমার খুব আফ‌সোস হ‌লো । আ‌মি ভাবলাম, প্রে‌মের উত্তা‌পে পু‌ড়ে যাওয়া ট্রয় নগরী দেখ‌তে না পার‌লেও র‌য়েল রি‌সোর্ট দে‌খে দু‌ধের স্বাদ ঘো‌লে মেটাব । কিন্তু লকডাউ‌নের কার‌ণে যে‌তে পারলাম না । র‌য়েল রি‌সো‌র্টের মা‌লিকরা ওই সব ধ্ব‌সের চিহ্ন সংরক্ষণ কর‌লে উৎসুক পর্যটকরা সেখা‌নে গি‌য়ে তা দেখ‌বেন । আগ্রায় সম্রাট শাহজাহান প্রে‌মের স্মৃ‌তি ধ‌রে রাখ‌তে তাজমহল বা‌নি‌য়ে‌ছেন । ভালোবাসার ইমারত, প্রে‌মের স্মৃ‌তি‌সৌধ । অ‌নে‌কে সেখা‌নে যে‌তে পা‌রেন না । সে অভাব পূরণে র‌য়েল রি‌সো‌র্টের অদূ‌রে তাজমহ‌লের রে‌প্লিকা হ‌য়ে‌ছে । অ‌নে‌কে তা দেখ‌তে যান ।

আ‌মি আগ্রায় আসল তাজমহল দে‌খে‌ছি । তাই রে‌প্লিকা দেখ‌তে যাই‌নি । ত‌বে পরি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে অ‌নেক প্রে‌মিক জু‌টি সোনারগাঁও যা‌বেন । নকল তাজমহল ও নকল ট্রয় দেখার জন্য । এক স‌ঙ্গে প্রে‌মের দুই ছ‌বি দেখার সু‌যোগ পৃ‌থিবীর আর কোথাও নেই !

ভালোবাসা, রোমাঞ্চ, প্রেম, ক্রোধ, জিঘাংসা, ধ্বংস, তাণ্ডব, হিংসা, ঘৃণা, যুদ্ধ, ধর্ম-অধর্ম, ‌সব একাকার সেখা‌নে !

মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর