হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন আবুল হায়াত

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন আবুল হায়াত

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্তের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। এখন অনেকটাই ভালো। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।

মঙ্গলবার বিকেলের দিকে শারীরিক অবস্থার উন্নতি ও বাসায় ফেরার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে দিয়েছেন আবুল হায়াতকে। সেগুলো বাসাতেই ঠিকঠাকভাবে খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

তবে বরেণ্য এই অভিনেতা জানান, তার করোনা নেগেটিভ হয়নি এখনো চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও থাকবেন আইসোলেশনে।

আরও পড়ুন


সুনামগঞ্জে হামলা: শাল্লার ওসি বরখাস্ত, দিরাইয়ের ওসিকে বদলি

‘প্রমাণ পেলেই মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হবে’

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

তারপরও জীবনের উপর দিয়ে মানুষ হেঁটে যাক অপূর্ণতার গন্তব্যে


আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত জানান, ‘এখনো তার করোনা পজিটিভ এসেছে। তবে শরীরে কোনো সমস্যা নেই। চিকিৎসকরা আশা করছেন দুই একদিনের মধ্যেই করোনাও সেরে যাবে। তাই বাসায় নিয়ে এসেছি। বাসায় আইসোলেশনে থাকবেন। ’ এসময় তিনি সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্তের পর গত বুধবার (৩১ মার্চ) আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দুই দফায় দেয়া হয় প্লাজমা।

news24bd.tv আহমেদ