কাপাসিয়ায় পুলিশের মাস্ক বিতরণ

কাপাসিয়ায় পুলিশের মাস্ক বিতরণ

Other

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের উদ্যেগে উপজেলা শহরে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হযয়েছে। কাপাসিয়া থানা কমপ্লেক্স থেকে শুরু করে কাপাসিয়া বাজার ও মেইনরোডে স্বাস্থ্য সচেতনতা মূলক একটি র‌্যালী করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আমিরুল ইসলামসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


ভাসানটেকে উদ্ধার লাশ নারী যৌনকর্মীর

সাধারণ রোগীদের জায়গা নেই সরকারি হাসপাতালে

ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার

জ্বালানি ছাড়াই ফ্লাই অ্যাস দিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট (ভিডিও)


গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়েই চলছে। এখনও সাধারণ মানুষের মাঝে তেমন স্বাস্থবিধি মানার কোনো আগ্রহ দেখা যায়নি। তাই এখনই সচেতন হতে হবে।

news24bd.tv আহমেদ