অলিম্পিক বর্জনের সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

অলিম্পিক বর্জনের সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক যথাসময়ে আয়োজন করা যায়নি। তবে এ বছরের জুলাই মাসে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন মাস আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলো উত্তর কোরিয়া।

করোনা থেকে খেলোয়াড়দের বাঁচাতে টোকিও অলিম্পিকে অংশ নেবেন না বলে জানিয়েছে উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী কিম ইল গুকের উপস্থিতিতে গত ২৫ মার্চ এই সিদ্ধান্ত নেয়া হয়।

উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বেশ নাজুক। তাই নতুন করে ঝুঁকি নিতে চাইছে না দেশটির সরকার। তবে উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া।


আরও পড়ুনঃ


গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি

তারপরও জীবনের উপর দিয়ে মানুষ হেঁটে যাক অপূর্ণতার গন্তব্যে

বড়দের দায়িত্বহীনতার জন্য সন্তানদের মূল্য দিতে হয়


এই বিষয়ে উত্তর কোরিয়ার কাছ থেকে আরও তথ্য চেয়েছেন আয়োজক দেশ জাপানের অলিম্পিক মন্ত্রী তামায়ো মারুকাওয়াও।

প্রসঙ্গত, খেলাধুলায় উত্তর কোরিয়া খুব শক্তিশালী দেশ না হলেও কুস্তি, ভারোত্তলন, জিমন্যাস্টিক এসব খেলায় কিছুটা সাফল্য রয়েছে দেশটির। ২০১৬ সালের অলিম্পিকে দুটি সোনা, তিনটি রূপো ও দুটি ব্রোঞ্জ জিতেছিল উত্তর কোরিয়া।

news24bd.tv / নকিব