তাহিরপুরের শনির হাওরে ধানকাটা উৎসব শুরু

তাহিরপুরের শনির হাওরে ধানকাটা উৎসব শুরু

Other

সুনামগঞ্জের বৃহৎ বোরো ফসলের ভান্ডার তাহিরপুর উপজেলার শনির হাওরে বোরে ধান কাটা উৎসবের শুরু হয়েছে।  

আজ সকালে শনির হাওরে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের শুরু করা হয়।  

ধানকাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা,এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.ইকবাল কবীর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


ভাসানটেকে উদ্ধার লাশ নারী যৌনকর্মীর

ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার

করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

সাধারণ রোগীদের জায়গা নেই সরকারি হাসপাতালে


উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার আটটি হাওরে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।

news24bd.tv নাজিম