করোনায় ব্রাজিলে আবারও মৃত্যুর রেকর্ড

করোনায় ব্রাজিলে আবারও মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান একেবারে শুরুর দিকেই। এরই মধ্যে দৈনিক হিসেবে রেকর্ড ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু দেখলো দেশটি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির হাসপাতালগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। কিছু শহরে চিকিৎসার জন্য অপেক্ষায় থেকে রোগী মারা যাচ্ছেন এবং অনেক জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্রমাগতই লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। তার যুক্তি, অর্থনৈতিকভাবে দেশ আক্রান্ত হলে এর প্রভাব ভাইরাসের চেয়ে বেশি খারাপ হবে। এমনকি স্থানীয় কিছু কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার মানুষ। শুধু মার্চ মাসেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে দেশটিতে করোনাভাইরাসের ৯২টি ধরন চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে পি.ওয়ান বা ব্রাজিল ভ্যারিয়্যান্ট, যা মূল স্ট্রেইনের চেয়ে আরও বেশি সংক্রামক। ২০২০ সালে অ্যামাজনে যার উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv / নকিব