প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই কালে ৯৯৯ এ ফোনে আটক ৩

প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাই কালে ৯৯৯ এ ফোনে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে তিন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকার উত্তরা পূর্ব থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল পাঁচটায় ৯৯৯ নম্বরে একজন কলার ঢাকার উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড়ের কাছে আটলান্টা ট্রেড সেন্টার এর সামনে থেকে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তিকে আটকে রেখে তিনজন ব্যক্তি মারধর করছিল। যারা মারছিল তারা ছিল সাদা পোষাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিয়েছিল।  

সেখানে লোকজন জড়ো হওয়ার পর যাকে মারা হচ্ছিল তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

লোকজনকে জানান যারা তাকে মারছিল তারা ছিনতাইকারী। তাকে সাহায্য করার জন্য জড়ো হওয়া লোকজনকে অনুরোধ জানায়। তখন লোকজন সন্দেহ ভাজন তিন ব্যক্তিকে ঘেরাও করে রাখে।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন:


একদিনের করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড আজ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৩ জনের মৃত্যু

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা সুপার সহ নিহত ২

সীমা অতিক্রম করলে পরিণতি হবে ভয়াবহ: কাদের


পরে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক জেমস চন্দ্র ৯৯৯ কে  ফোনে জানান তিনি ঘটনাস্থল হতে ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছেন।  

অভিযুক্তরা হলো- গোপালগঞ্জের কোটালীপাড়ার অধিবাসী মাসুদ (৩০), ঢাকার দক্ষিণখানের মধুবাগের অধিবাসী তরিকুল (২৩) এবং ঢাকার দক্ষিণখানের সোনার খোলার অধিবাসী আশিকুর রহমান (২০)। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv / কামরুল