তারকা দম্পতি সেলিম-রোজি করোনায় আক্রান্ত

তারকা দম্পতি সেলিম-রোজি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী করোনায় আক্রান্ত। ১ এপ্রিল কিছুটা জ্বর, ঠান্ডা ও হাচি–কাঁশি নিয়ে অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তাঁরা দুজনেই ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

  চিকিৎসকদের পরামর্শে এখন তারা বাসাতে চিকিৎসা নিচ্ছেন।  

অভিনেতা শহীদুজ্জামান সেলিম জানান, ‘প্রথম দিকে আমার স্ত্রী রোজীর (রোজী সিদ্দকী) শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে। তাঁর শ্বাসকষ্ট ও কাশি হওয়ায় কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। দেরি না করে করোনা পরীক্ষা করিয়ে জানতে পারি, আমরা করোনায় আক্রান্ত।

এখন রোজী আগের চেয়ে অনেকটা ভালো আছে। তবে তাঁর হালকা ঠান্ডা-জ্বর ও শারীরিক দুর্বলতা আছে। করোনায় আক্রান্ত জানার পর থেকে আমরা নিয়মিত চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ মেনে চলছি। বাসা থেকে একদমই বের হচ্ছি না। খাবার খাওয়ার ব্যাপারেও সচেতন আছি। ’

আরও পড়ুন:


একদিনের করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড আজ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৩ জনের মৃত্যু

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা সুপার সহ নিহত ২

সীমা অতিক্রম করলে পরিণতি হবে ভয়াবহ: কাদের


তিনি আরও জানান, ‘ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এ নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক খাবার ও প্রোটিন বেশি খেতে বলেছেন। ’

news24bd.tv / কামরুল