করোনা আক্রান্ত রিজভীর অবস্থার উন্নতি, নতুন শনাক্ত এ্যানী

করোনা আক্রান্ত রিজভীর অবস্থার উন্নতি, নতুন শনাক্ত এ্যানী

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তার অক্সিজেন স্যাচুরেশনের কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো।

তার জ্বর নেই এবং কাশিও কমছে। ’


নিষ্কৃতি দেওয়ায় আমি সত্যিই আনন্দিত

হেফাজত নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে সাদা কাগজে সই

একই সময়ে পাঁচজনকে ছুরিকাঘাত, গেল দুই প্রাণ


তিনি বলেন, ‘প্রতিদিনই এক্স-রে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্স-রের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন।

সিটি স্ক্যান করা হয়নি। শিগগিরই সিটি স্ক্যান করার কথা ভাবছেন চিকিৎসকেরা। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতা–কর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। ’

এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দলের প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, সর্দি, জ্বর থাকায় করোনা টেস্ট করতে দিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছি। ’

news24bd.tv তৌহিদ