অভিনেতা গাজী রাকায়েত হাসপাতালে

অভিনেতা গাজী রাকায়েত হাসপাতালে

অনলাইন ডেস্ক

অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, ‘রাকায়েত ভাই করোনা আক্রান্ত হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু এরই মধ্যে তার ফুসফুস ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এখনো তার অক্সিজেন লাগছে না। সবার দোয়া করবেন। ’ 


‘শিশু বক্তা’ কে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

'শিশুবক্তা' রফিকুল ইসলাম আটক

'শিশুবক্তা' রফিকুল ইসলামের মুক্তির দাবি জানাল মাওলানা মামুনুল হক

নিষ্কৃতি দেওয়ায় আমি সত্যিই আনন্দিত


এদিকে, গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমা ‘গোর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত।   

news24bd.tv/আলী