কবরীর করোনা শনাক্ত

কবরীর করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে নমুনা সংগ্রহ করা হয়। ৫ এপ্রিল দুপুরে তার টেস্টের ফলাফল পজিটিভ আসে।

রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতালে ভর্তির পর কবরীর একাধিক পরীক্ষা করা হয়েছে। চেস্টের সিটিস্ক্যান রিপোর্ট কাল হাতে পেলে ফুসফুসের সার্বিক অবস্থা জানতে পারবেন।


নিষ্কৃতি দেওয়ায় আমি সত্যিই আনন্দিত

হেফাজত নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে সাদা কাগজে সই

একই সময়ে পাঁচজনকে ছুরিকাঘাত, গেল দুই প্রাণ


কবরী বলেন, কোনো ধরনের শারীরিক জটিলতা হচ্ছে না।

তবে খাবারের স্বাদ পাচ্ছি না, তাই একটু অস্থির লাগছে। একই সঙ্গে শরীরে ব্যথাও আছে। এখন অবশ্য জ্বর নেই। তবে হাসপাতালে ভর্তির পর থেকে এখনকার অবস্থা মোটামুটি ভালো। ’

‘অক্সিজেন স্যাচুরেশনও ভালো আছে। দিনের বেশির ভাগ সময়ে স্বাভাবিক প্রক্রিয়ায় নিশ্বাস নিলেও হঠাৎ হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের সহযোগিতা লাগে। তবে পরিমাণটা একেবারে সামান্য। দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন কবরী। ’

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক