সুন্দরের সাথে বসবাস

সুন্দরের সাথে বসবাস

Other

চিরকাল সংসারের মধ্যে বন্দী হয়ে থাকা একটা সেকেলে ধারণা। সংসার একটা মায়ার খেলা। আশার ছলনে ভুলি। আমৃত্যু শুধু সন্তান, স্বামী, স্ত্রীর সেবা করাই জীবনের সার্থকতা নয়।

সংসারের বাইরেও মানুষের অনেক কাজ আছে, দ্বায়িত্ব আছে। বাড়ি ঘর বানালাম, সম্পদ বানালাম, সন্তান মানুষ করলাম তারপর সব দ্বায়িত্ব শেষ এই ধারণা থেকে বেড়িয়ে আসতে হবে।  

প্রতিটা মানুষের উচিত সংসারের বাইরে গিয়ে একবার বাঁচা। একলা বাঁচা।

একলা হয়ে যাওয়া। নিজেকে খুঁজতে হবে। আত্মার চাহিদা কি সেটা জানতে হবে। বেরিয়ে পড়তে হবে পৃথিবীর বুকে। মানুষের জন্য করতে হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, বাবা মায়ের সেবা করতে হবে।  

আমাদের সমাজে মানুষের মধ্যে আজকাল এতো অবদমন, অতৃপ্তি, ভিরুতা আর কাপুরোষোচিত মনোভাব যে তুচ্ছ তুচ্ছ ব্যপার নিয়ে আমরা সময় নষ্ট করছি। অবদমিত আকাঙ্খা চরিতার্থ করছি কুৎসিত বিষয় নিয়ে ব্যস্ত থেকে। আমাদের সুন্দরের সাথে থাকতে হবে। সুন্দরকে উৎসাহিত করতে হবে।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক