রাইড শেয়ারিং চালুর দাবিতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

রাইড শেয়ারিং চালুর দাবিতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজার, প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন এলাকায় আজ বুধবার সকালে রাইড শেয়ারিং সার্ভিস চালু করার দাবিতে মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভে মগবাজারে প্রায় আধা ঘণ্টার যান চলাচল ব্যাহত হয়। সেখানে প্রায় ২০০ মোটরসাইকেলচালক বিক্ষোভ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেখান থেকে বিক্ষোভকারীরা পরে চলে যান বেইলি রোডে, তারপর শ্যামলীতে।

মোটরসাইকেল চালকদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সার্ভিস চালু করা, আর লকডাউনে বের হওয়ার কারণে পুলিশ যে মামলা গুলো দিচ্ছে, সেগুলো যাতে না দেওয়া হয়।

আরও পড়ুন:


'শিশুবক্তা' রফিকুল ইসলামের মুক্তির দাবি জানাল মাওলানা মামুনুল হক

একদিনের করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড আজ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৩ জনের মৃত্যু

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা সুপার সহ নিহত ২


রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সকালে মোটরসাইকেল চালকরা মগবাজার মোড়ে বিক্ষোভ করেছেন। ’

প্রেসক্লাব এলাকায় ট্রাফিক পরিদর্শক বাশার বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছি। ’

news24bd.tv / কামরুল