বছর বছর করোনা ভাইরাসের টিকা নিতে হবে: ধারণা কানাডার গবেষকের

বছর বছর করোনা ভাইরাসের টিকা নিতে হবে: ধারণা কানাডার গবেষকের

Other

মিউটেশনের মাধ্যমে (নিজেদের পরিবর্তন করে) নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরির মাধ্যমে করোনা ভাইরাস আসলে আমাদের মধ্যে থেকেই যাবে। প্রতি বছর আমরা যেমন ফ্লু শট নেই, ঠিক একইভাবে বছর বছর আমাদের করোনা ভাইরাসের টিকা নিতে হবে। – এই ধারণা পোষণ করছেন কানাডার শীর্ষস্থানীয় ভাইরোলোজিস্ট মার্ক অ্যান্ড্রি লংলয়েস।

কানাডার সিবিসি টেলিভিশনের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান ‘দ্যা হাউজ’ এ যুক্ত হয়ে তিনি তার এই ধারণা প্রকাশ করেন।


নিষ্কৃতি দেওয়ায় আমি সত্যিই আনন্দিত

হেফাজত নিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে সাদা কাগজে সই

একই সময়ে পাঁচজনকে ছুরিকাঘাত, গেল দুই প্রাণ


ইউনিভার্সিটি অব অটোয়ার অধ্যাপক মার্ক অ্যান্ড্রি কোভিডের মিউটেশন এবং ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণার জন্য ফেডারেল সরকারের গবেষণা টিম ‘করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট র‌্যাপিড রেসপন্স টিম’ এর নেতৃত্ব দিচ্ছেন।

তিনি ছাড়াও সারা দেশের ৩০ জন বিজ্ঞানী গবেষক এই টিমে কাজ করছেন।

এই টিমের দায়িত্ব হচ্ছে কোভিডের কোনো ভ্যারিয়েন্ট বিশেষ কোনো ভ্যাকসিনকে অকার্যকর করে ফেলতে পারে কিনা- তা নিশ্চিত করা।

কোভিডের সঠিক ভ্যাকসিন সরবরাহের জন্য সরকার এই প্রশ্নের উত্তর জানতে চায়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর