রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক করোনায় মারা গেছেন, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
পুলিশের কাছে হস্তান্তর
'শিশুবক্তা' রফিকুল মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
অনলাইন ডেস্ক
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি দায়ের করা হয়।
র্যাব তাকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে জিএমপির গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
শেখ হাসিনার সভাপতিত্বে ডি-৮ শীর্ষ নেতাদের বৈঠক আজ
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদী
টিকাগ্রহীতাদের ভ্যাকসিন পাসপোর্ট দিবে সরকার: পলক
রাজধানীর গুলশানে এবিএম টাওয়ারে আগুন
জিএমপির দক্ষিণ বিভাগের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাব বাদী হয়ে গতকাল রাতে মামলাটি করে। মামলায় অভিযোগ করা হয়, তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
গত মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনার পূর্বধলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামের বাড়ির দরজা ভেঙে তাঁকে আটক করে র্যাব-১৪।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য