দুবাইয়ে শুরু হয়েছে ভিক্ষুক বিরোধী অভিযান

দুবাইয়ে শুরু হয়েছে ভিক্ষুক বিরোধী অভিযান

অনলাইন ডেস্ক

আসন্ন রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ভিক্ষুক বিরোধী অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই অভিযান চালাচ্ছে দুবাই পুলিশ।

দুবাই পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-র পরিচালক ব্রিগেডিয়ার জামাল সালেম আল জাল্লাফ বলেছেন, গত তিন বছরে তারা বিভিন্ন দেশের ৮৪২ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছেন।

তিনি বলেন, ভিক্ষাবৃত্তি এক সামাজিক ব্যাধি।

কেননা তারা মানুষের উদারতা সুযোগ নেয়, বিশেষ করে রমজান মাসে। ভিক্ষাবৃত্তির মূল উৎপাটন করতে পুলিশ জোরেসোরে অভিযান চালাচ্ছে।

এই অভিযানকে নির্বিঘ্নে পরিচালনা করতে ইসলাম বিষয়ক বিভাগ, রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স মহাঅধিদপ্তর (জিডিআরএফএ) এবং দুবাই পৌরসভার কর্তৃপক্ষও প্রস্ততি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আরও পড়ুনঃ


নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


দুবাই পুলিশের সিআইডি’র অনুপ্রবেশকারী বিভাগের পরিচালক কর্নেল আলি সালেম বলেন, যদি কেউ এমন থাকেন তাহলে প্রমাণ স্বাপেক্ষে তাদের আর্থিক সহায়তা করা হয়।

কিন্তু জনসম্মুখে এবং রাস্তায় কোনও ব্যক্তি ভিক্ষা করলে তা অগ্রহণযোগ্য এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য।

news24bd.tv / নকিব