মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

অনলাইন ডেস্ক

ঢাকার ও দেশের অন্যান্য মহানগর ও জেলার দোকানপাট ও বিপণিবিতান খুলেছে আজ শুক্রবার। ‘লকডাউনের’ কারণে টানা চার দিন বন্ধ ছিল এসব দোকানপাট।

সকাল নয়টায় খোলা এসব বিপণিবিতান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, শপিং মল ও মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে না চললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিপণিবিতান খুললেও খুব অল্প ক্রেতা আসছেন জানিয়ে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘লোকজন আসছে। অন্যান্য সময়ের ক্রেতাসমাগমের চেয়ে যদিও তা ৮০ শতাংশ কম। তবু আসছে।

আশা করি, জুমার নামাজের পর ক্রেতা বাড়বে। ’

তিনি আরও বলেন, ‘এখন আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে ব্যস্ত আছি। দোকানদারদের বলছি, স্বাস্থ্যবিধি না মানতে পারলে চলে যান। কারণ, নিউমার্কেটে স্বাস্থ্যবিধি না মানা হলে এর প্রভাব পড়বে পুরো দেশে। কেউ মানবে না। ’

চাঁদনী চক বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, বিপণিবিতানটির সব দোকানই খুলেছে।

তিনি বলেন, ‘আমরা মার্কেটের প্রবেশপথে একটা জীবাণুনাশক টানেল রেখেছি। এ ছাড়া মাস্ক ছাড়া প্রবেশ করতে দিচ্ছি না। ’

এ ছাড়া প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে এবং দু-একজনের অধিক ক্রেতা দোকানে প্রবেশ করতে ব্যবসায়ীদের নিষেধ করে দেওয়া হয়েছে বলেও জানান মনির।

news24bd.tv তৌহিদ