মুখ খুললেই মানুষ বুঝে যাবে, তুমি একটা আহাম্মক

মুখ খুললেই মানুষ বুঝে যাবে, তুমি একটা আহাম্মক

Other

মামুনুল হক মুখ খোলার আগে দেশের এন্টি আওয়ামী লীগ ফোর্সের আনুমানিক পাঁচ থেকে দশ কোটি মানুষের সন্দেহ ছিলো, একাত্তর টিভির ফোনালাপ হয়তো বানানো (যেহেতু বিশিষ্ট বিজ্ঞানী পিয়ের একবার ধরা খেয়ে বলছিলেন, এগুলা এডিটিং করা যায়)। এমনকি খুব প্রগতিশীল হিসাবে পরিচিত সুপ্রীতি ধরও এই ফোনালাপকে বানোয়াট উল্লেখ করে একটা পোস্ট দিছিলেন।

কিন্তু গতকাল মামুন সাহেবের বক্তব্যের পর আর কারো মনেই কোনো সন্দেহ নাই যে, ঐগুলা অরিজিনাল। এতে বিপদ যা হয়েছে তা হচ্ছে, টিভিতে ফাঁস হওয়া সব ফোনালাপকেই এখন অধিকাংশ মানুষের কাছে অরিজিনাল বলে মনে হবে।

আর তার চেয়েও বড় বিপদ হচ্ছে, পরে কোনো চ্যানেলে কারো এডিট করা ফোনালাপ বের হলে সেটাকেও অরিজিনাল বলে সন্দেহ হবে।


আরও পড়ুনঃ


নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


এই জন্য অতীতের জ্ঞানী লোকরা বলে গেছেন, "তুমি মুখ খুললেই মানুষ নিঃসন্দেহ হয়ে যাবে যে, তুমি একটা আহাম্মক। এর চেয়ে মুখ বন্ধ রেখে মানুষজনকে সন্দেহে রাখো। "

উল্লেখ্য, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের প্রতি আমার দুই পয়সার সহানুভূতি নাই।

যেহেতু তারা কেউ এর যোগ্য না। ফলে আমি রাজনৈতিক পোস্টগুলো সবসময় নির্দয়ভাবে লিখি।

news24bd.tv / নকিব