হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না

Other

ঝর্ণার ডায়েরিটি বই আকারে প্রকাশ করতে পারেন উনি। আত্মজীবনি হিসেবে এই ডায়েরিটির মূল্য অসাধারণ।

একজন একেবারেই হতদরিদ্র পরিবারের নারী একজনকে ভালোবেসে বিয়ে করলেন, তারপর তাঁর স্বামীর বস তাঁকে ক্ষমতা দিয়ে প্রলুব্ধ করল, সংসার ভাঙল, তারপর তাঁকে রক্ষিতা হিসেবে রাখল।
তাকে দিয়ে পার্লারে কাজ করাল।

পুরো দেশে আগুন লাগিয়ে ঝর্নাকে নিয়ে হোটেলে গেল আয়েশ করতে। সেখানে হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সাথে নিল না। রাস্তার পাশে দাঁড়িয়ে তবু ঝর্ণা তাঁর সন্তানকে ফোন করে জিজ্ঞেস করছে, ‘খেয়েছ রাসেল?’

একজন প্রবল ক্ষমতাশালী, প্রচণ্ড ভণ্ড এক পুরুষের শিকার হয়ে সে ডায়েরিতে লিখছে যে এই পুরুষকে সে ভালোবাসে কী না জানে না!

ঝর্নার ডায়েরিকে কেন্দ্র করে এক মহতী উপন্যাস হতে পারে, এক মানবিক সিনেমা হতে পারে।

ঝর্ণার ডায়েরি এই সময়ের ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে ইতিহাসের তাকে একটি গুরুত্বপূর্ণ বই হতে পারে।

 (ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ